জাতীয়
খালেদা জিয়ার জানাজা আগামীকাল, জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের প্রস্তুতি।

ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সরকার ও বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ইতোমধ্যে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলীয়ভাবে দেশের বিভিন্ন স্থানে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এ ছাড়া দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। জানাজা, দাফন ও পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতেই এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশ-বিদেশে রাজনৈতিক, কূটনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।







