জাতীয়
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর ৯৯ সদস্য ঢাকা ত্যাগ

সংগৃহীত
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস)’-এ বাংলাদেশের অংশগ্রহণের অংশ হিসেবে বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১১-এর প্রথম গ্রুপের ৯৯ জন নৌবাহিনী সদস্য মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছে।
এই কন্টিনজেন্ট মেরিন ইউনিট-১০-এর দায়িত্বভার গ্রহণ করবে। দ্বিতীয় গ্রুপের আরও ৩৯ জন সদস্য আগামী ১৯ ডিসেম্বর মিশনে যোগ দেবেন।
বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ সুদানে নৌপথ নিরাপত্তা, বার্জ চলাচল নিরাপদ করা, জলদস্যুতা পর্যবেক্ষণ, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার ও স্থানীয় জনগণকে অগ্নিনির্বাপন সহায়তা প্রদানে নিয়মিত কাজ করছে। এছাড়া মিশনে থাকা সদস্যদের প্রয়োজনীয় সরবরাহ এবং মানবিক সহায়তা দুর্গম স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে।
গত তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন যুদ্ধে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। আহত সামরিক ও বেসামরিকদের উদ্ধার, জরুরি চিকিৎসাসেবা প্রদানে এবং ডুবুরি সহায়তা প্রদানে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগরে ‘বানৌজা সংগ্রাম’ বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র মেরিটাইম টাস্কফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে।
নৌবাহিনী নীল নদীর ১৩১১ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে ৭১টি লজিস্টিক অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে। শান্তিরক্ষায় এ অংশগ্রহণ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করেছে।







