জাতীয়
জাতীয় নারী ফুটবল তারকা ঋতুপর্ণা চাকমা রোকেয়া পদক পেলেন

সংগৃহীত
‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে এ বছর বেগম রোকেয়া পদক ২০২৫ পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পদক তুলে দেন।
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার নারীর হাতে পদক তুলে দেওয়া হয়।
রাঙ্গামাটির এই ফুটবল তারকা জাতীয় দলকে পরপর দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করেছেন এবং ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে মূল পর্বে জায়গা করে দিয়েছেন। জাতীয় নারী ফুটবল দল ইতিমধ্যেই একুশে পদক পেয়েছে। এবার ঋতুপর্ণার ব্যক্তিগত স্বীকৃতি হলো রোকেয়া পদক।
পদকপ্রাপ্তির পর তিনি বলেন, “সব পুরস্কারই সম্মানের, তবে এটি জাতীয় পুরস্কার। আশা করি এটি দেশের নারীদের আরও অনুপ্রেরণা দেবে।”
২০২১ সাল থেকে জাতীয় দলে খেলছেন ঋতুপর্ণা। ৩৩ ম্যাচে করেছেন ১৩ গোল। ২০২৪ সালের সাফে নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং এশিয়ান বাছাইয়ে সর্বোচ্চ ৫ গোল করেছেন।
ঋতুপর্ণার পথ সহজ ছিল না। ২০১৫ সালে বাবা মারা যান, মা দীর্ঘদিন ক্যানসারে ভুগছেন, ২০২২ সালে ভাই বিদ্যুৎস্পর্শে মারা যান। এ কষ্টের মধ্যেও তিনি ফুটবলের মাধ্যমে দেশের জন্য সাফল্য অর্জন করেছেন।
ঋতুপর্ণা বলেন, “আজ বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন। ভাইটাকেও মিস করছি। মা অনেক সংগ্রাম করেছেন। আমার এত দূর আসার পেছনে পুরো পরিবার এবং টিমমেটদের অবদান অনেক।”







