জাতীয়

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা–ময়মনসিংহ রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক

শেয়ারঃ

main

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা–ময়মনসিংহ রেলপথ অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল চারটার দিকে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় বিএনপির বিক্ষুব্ধ একাংশের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে দলের একটি অংশ রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে রেললাইনে আগুন ধরিয়ে দিলে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে ভোগান্তি সৃষ্টি হয় এবং বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, রেললাইনে অগ্নিসংযোগের কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


সম্পর্কিত খবর