জাতীয়

শিক্ষক-কর্মচারীরা আইন, সাংবাদিকতা বা অন্য চাকরি করতে পারবেন না, নীতিমালা জারি

ডেস্ক

শেয়ারঃ

main

সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা একই সঙ্গে কোনো আর্থিক লাভজনক চাকরি বা পদে নিয়োজিত থাকতে পারবেন না, যার মধ্যে সাংবাদিকতা এবং আইন পেশাও অন্তর্ভুক্ত।


নীতিমালা অনুযায়ী, কেউ নিয়ম ভঙ্গ করলে তাঁর এমপিও বাতিল করা যেতে পারে এবং সরকার প্রয়োজনে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আর্থিক লাভজনক পদ বলতে সরকারি বেতন, ভাতা, সম্মানী এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মের বিনিময়ে প্রাপ্ত বেতন বা সুবিধা বোঝানো হয়েছে।


বর্তমানে দেশে ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত, যাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছেন ৩ লাখ ৯৮ হাজার, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ১.৭৫ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী।


এমপিওভুক্তরা এ পর্যন্ত মাসিক বেতন, ১ হাজার টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন। সম্প্রতি সরকার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়িয়েছে, যার মধ্যে ৭.৫ শতাংশ কার্যকর হয়েছে ১ নভেম্বর থেকে এবং বাকি ৭.৫ শতাংশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।


সম্পর্কিত খবর