আন্তর্জাতিক
ফ্লোরিডা গভর্নরের বিরুদ্ধে আইনি পদক্ষেপে যাচ্ছে সিএআইআর

সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস কর্তৃক কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসকে (সিএআইআর) ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। মঙ্গলবার সিএআইআর–ফ্লোরিডার অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক হিবা রহিম এ তথ্য জানান। খবর—আল জাজিরা।
হিবা রহিম বলেন, ডিস্যান্টিসের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর না হলেও এটি ফ্লোরিডাসহ পুরো যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ উস্কে দিতে পারে। সিএআইআর যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের অধিকার রক্ষা, নাগরিক স্বাধীনতা ও সংবিধান সুরক্ষায় প্রতিদিন যেসব কাজ করে যাচ্ছে তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
এর আগে সোমবার ডিস্যান্টিস সিএআইআরকে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দেন এবং সংগঠনটিকে সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
তবে সমালোচকদের মতে, গভর্নরের এই ঘোষণা মূলত প্রতীকী। কারণ, ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের হাতে। তাছাড়া সিএআইআর একটি দেশীয় সংগঠন—যার যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ডজন শাখা, শতাধিক কর্মী এবং বিপুলসংখ্যক মার্কিন নাগরিক সদস্য রয়েছে। ফলে এটিকে বিদেশি গোষ্ঠী হিসেবে শ্রেণিভুক্ত করা আইনগতভাবে অসম্ভব।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত সিএআইআর ধর্মীয় স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সকল ধরনের সহিংসতার বিরোধিতা করে আসছে।







