আন্তর্জাতিক

বিশ্বের কাছে ভাবমূর্তি পুনরুদ্ধারে বাজেট পাঁচগুণ বাড়াল ইসরাইল

ডেস্ক

শেয়ারঃ

main

সংগৃহীত

বিশ্ববাসীর কাছে তলানিতে পৌঁছে যাওয়া ভাবমূর্তি ঠিক করার উদ্দেশ্যে আগামী অর্থবছরে ‘পাবলিক ডিপ্লোম্যাসি’ খাতে পাঁচগুণ বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। এই খাতে বরাদ্দ বাড়িয়ে ৭২ কোটি ৯০ লাখ ডলার করার বিষয়টি দেশটির মন্ত্রিসভা ইতোমধ্যে অনুমোদন দিয়েছে। গত বছর এ খাতে বরাদ্দ ছিল মাত্র ১৫ কোটি ডলার।


গাজায় টানা দুই বছরেরও বেশি সময় ধরে ইসরাইলের সামরিক আগ্রাসন, অবরোধ ও বেসামরিক হতাহতের ঘটনাকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে বড় অঙ্কের এই বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।


রোববার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জানান, ‘পাবলিক ডিপ্লোম্যাসি’ খাতে মোট ২৩৫ কোটি শেকেল (৭২ কোটি ৯০ লাখ ডলার) বরাদ্দের বিল মন্ত্রিসভা পাস করেছে। ইতোমধ্যে ১০০ কোটি শেকেল বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী মার্চের মধ্যে বাকি অংশ বিতরণ করা হবে।


তিনি বলেন, বিশ্বজনমত ইসরাইলবিরোধী অবস্থানে ঝুঁকে পড়লে তা সরাসরি সরকারি কর্মকাণ্ড ও কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলে। তাই জনসচেতনতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ভাবমূর্তি পুনরুদ্ধারে এই বরাদ্দ প্রয়োজন ছিল।


পররাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপকে একটি ‘গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন।


সম্পর্কিত খবর