শিক্ষাঙ্গন
জকসুর ব্যালট বাক্স খুলতে গিয়ে আঘাত, জ্ঞান হারালেন পোলিং এজেন্ট | জবি নির্বাচন ২০২৬

ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে ব্যালট বাক্স খুলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়েছেন এক পোলিং এজেন্ট। তিনি স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিথুন চন্দ্র দাশ।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জকসু নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে এ ঘটনা ঘটে। পরে দ্রুত তাকে জবি শিক্ষক সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরিফিকেশন আমার দেশ–কে বলেন, দীর্ঘ সময় না ঘুমানোর কারণে মিথুন চন্দ্র দাশ শারীরিকভাবে ক্লান্ত ছিলেন। ব্যালট বাক্স খোলার সময় টেবিলের সঙ্গে হাতের কনুইয়ে আঘাত লাগে, যা সম্ভবত নার্ভে লেগেছে। এর ফলে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে আনার পর বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা এক্স-রে করার পরামর্শ দিয়েছেন।
ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক বলেন, দীর্ঘ সময় না ঘুমানোর কারণে সাময়িক অসুস্থতা দেখা দিয়েছে। আঘাতটি গুরুতর নয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
জকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পুরো ঘটনার বিষয়ে তারা অবগত আছেন এবং চিকিৎসা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।







