শিক্ষাঙ্গন
জকসু নির্বাচন: ২৫ কেন্দ্রে ভোট গণনা শেষ, ভিপি পদে এগিয়ে রিয়াজুল

ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সর্বশেষ ২৫টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। প্রকাশিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫টি কেন্দ্রের ফল অনুযায়ী ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী মো. রাকিব মোট ২ হাজার ৯০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৭ ভোট।
এতে ভোটের ব্যবধানে ভিপি পদে রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন। তবে এখনো বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা সম্পন্ন না হওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, অবশিষ্ট কেন্দ্রগুলোর ভোট গণনা শেষ হলে দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হবে।







