শিক্ষাঙ্গন

ঢাকা

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকিম, সেক্রেটারি সাইমুন।

ঢাকা কলেজ প্রতিনিধি

শেয়ারঃ

main

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোস্তাকিম আহমেদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমুন ইসলাম সানি।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) দুপুর ৩টায় ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যালয়ে সদস্য সমাবেশের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে মোস্তাকিম আহমেদ সভাপতি নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

এর আগে মোস্তাকিম আহমেদ ২০২৫ সেশনে ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, নবমনোনীত সেক্রেটারি সাইমুন ইসলাম সানি পূর্বে কলেজ শাখার দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নতুন কমিটির মাধ্যমে ঢাকা কলেজে ছাত্রদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর