জাতীয়
খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংগৃহীত
খিলগাঁওয়ের গোড়ান এলাকায় একটি বাসা থেকে জীবন্নেছা (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
খিলগাঁও থানার পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান জানান, আমরা খবর পেয়ে আজ ভোররাতে ঘটনাস্থলে যাই। ওখানে গ্রিলের সঙ্গে তার গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে সকাল ১০টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, তার স্বামী নাজমুল ও আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়- পারিবারিক কলহের জেরে সবার অগোচরে গভীর রাতে সে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। তার বাড়ি জামালপুরের ইসলামপুর থানার ধর্ম কুড়াইল বাজার এলাকায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।







