ক্যারিয়ার

রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে ইতিহাস গড়লেন বাংলাদেশি ক্যাডেট লেফটেন্যান্ট শাকিব আহসান রিফাত

ডেস্ক

শেয়ারঃ

main

ছবি: নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট শাকিব আহসান রিফাত ইতিহাস সৃষ্টি করেছেন যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে (Royal Military Academy Sandhurst)। আন্তর্জাতিক ক্যাডেটদের মধ্য থেকে সর্বোচ্চ কৃতিত্ব দেখিয়ে তিনি একসঙ্গে দুটি শীর্ষ সম্মাননা—‘ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার’ এবং ‘বেস্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’—জয় করেছেন। কোনো বাংলাদেশি ক্যাডেটের জন্য এটি প্রথম; একই কোর্সে স্যান্ডহার্স্টের দুই সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার একসঙ্গে আগে কখনো জিতেনি বাংলাদেশের কেউ।


স্যান্ডহার্স্টে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে লেফটেন্যান্ট রিফাত তার মেধা, নেতৃত্বগুণ, সামরিক দক্ষতা এবং অসাধারণ শারীরিক-মানসিক সক্ষমতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা অর্জন করেন। এসব পুরস্কার আন্তর্জাতিক ক্যাডেটদের মধ্যে সামরিক উৎকর্ষতার সর্বোচ্চ প্রমাণ হিসেবে বিবেচিত হয়।


লেফটেন্যান্ট শাকিব আহসান রিফাত কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী। সেখানে তিনি একাদশ শ্রেণিতে অধ্যয়নকালে তার অসাধারণ শৃঙ্খলা, শিক্ষাগত উৎকর্ষতা এবং নেতৃত্বের পরিচয় রেখেছিলেন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে দ্রুতই নিজ যোগ্যতায় উজ্জ্বল হয়ে ওঠেন।


বিশ্বের বহু দেশের সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য স্যান্ডহার্স্ট প্রশিক্ষণ সর্বোচ্চ মানদণ্ড হিসেবে পরিচিত। এমন একটি প্রতিষ্ঠানে একসঙ্গে দুই শীর্ষ আন্তর্জাতিক পুরস্কার অর্জন বাংলাদেশের জন্যও গৌরবের।


বাংলাদেশ সেনাবাহিনী এ অর্জনকে দেশের জন্য এক অসামান্য সম্মান বলে উল্লেখ করেছে। লেফটেন্যান্ট রিফাতের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের সামরিক ক্যাডেটদের অনুপ্রাণিত করবে বলেও জানিয়েছে বাহিনী।


জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই কৃতিত্ব বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরেছে।


সম্পর্কিত খবর