চাকরি

৬৮ হাজার শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তির প্রস্তুতিতে এনটিআরসিএ

ডেস্ক

শেয়ারঃ

main

TCTN Photo

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এনটিআরসিএর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষা মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে চাহিদাপত্র অনুমোদন দিলে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে।


এর আগে ২০২৫ সালের ১৭ জুন এক লাখ ৮২২ শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। পরে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হলেও সব পদ পূরণ করা সম্ভব হয়নি।


সপ্তম গণবিজ্ঞপ্তির প্রস্তুতির অংশ হিসেবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করে এনটিআরসিএ। টেলিটকের মাধ্যমে প্রাপ্ত তথ্যে শূন্য পদের সংখ্যা ছিল ৭২ হাজারের বেশি। এসব পদের সঠিকতা যাচাইয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে চিঠি পাঠানো হয়।


যাচাই শেষে ৬৮ হাজার শূন্য পদের তথ্য চূড়ান্ত করা হয়। এসব পদে নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ।


সম্পর্কিত খবর