ভর্তি পরীক্ষা

রাবি ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কাল

ডেস্ক

শেয়ারঃ

main

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের শেষ সময় ঘনিয়ে এসেছে। ২০ নভেম্বর বেলা ১২টা থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামীকাল ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে আবেদন ফি জমা দেওয়া যাবে ৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ২৬ হাজার ৯০০টি। এর মধ্যে—

• ‘এ’ ইউনিট (মানবিক): ৯৫,৮৩৫টি

• ‘বি’ ইউনিট (বাণিজ্য): ২৪,৪৫০টি

• ‘সি’ ইউনিট (বিজ্ঞান): ১,০৬,৬১৫টি


আগামী ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট ও ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার কোনো সিলেকশন পদ্ধতি থাকছে না; সব পরীক্ষাই দুই শিফটে—সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা।


ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।


আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—

• ‘এ’ (মানবিক) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে: ১,৩২০ টাকা

• ‘বি’ (বাণিজ্য) ইউনিটে: ১,১০০ টাকা


সব ফিতেই ১০ শতাংশ সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত।


সম্পর্কিত খবর