শিক্ষাঙ্গন

চাঁদপুরে শেষ মুহূর্তে ইলিশের চড়া দাম

নিউজ ডেস্ক

শেয়ারঃ

main

সংগৃহীত

চাঁদপুরে শেষ মুহূর্তে ইলিশের চড়া দাম। ইলিশের প্রজনন রক্ষায় শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হবে। ঠিক তার আগে চাঁদপুরের মাছঘাটগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।


ইতিপূর্বে অনেক জেলে মাছ ধরা বন্ধ করলেও বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কিছু জেলে মাছ ধরে চাঁদপুর মাছ ঘাটে নিয়ে এসেছেন। এসব ইলিশ চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছন চাঁদপুর মাছ ঘাটের ইলি ক্রেতা ও বিক্রেতারা।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায়, ইলিশ কিনতে আসা ক্রেতাদের ভিড়। তবে শেষ মুহূতে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকা, এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৭০০। আর এক কেজির নিচে ৭০০-৮০০ গ্রাম ২২০০ টাকা, ৫-৬শ গ্রামের ১৬০০ টাকা এবং ৪-৩শ গ্রামের ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। আজকে মাত্র ১০০ মণ মাছ সরবরাহ হয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছ কম থাকায় দামে বেশি মনে করচ্ছেন সংশ্লিষ্টরা। ফলে অনেকেই খালি হাতে ফিরছেন।


চাঁদপুর শহরের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ইলিশের দাম বাংলাদেশে আকাশচুম্বী। দেশের মানুষের যেই পরিমাণ আয় তার তুলনায় অনুযায়ী ইলিশের দাম বেশি। তাই তাদের ইলিশ খাওয়া সম্ভব নয়।

হাজীগঞ্জ থেকে আসা ক্রেতা সফিকুর রহমান বলেন, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। যে কারণে এই ঘাটে ইলিশের দরদাম দেখার জন্য আসছি। তবে মাছের চাইতে ক্রেতার সংখ্যাই বেশি। মাছের দাম বেশি।

রাজশাহী থেকে আসা মোস্তাফিজুর রহমান নামে আরেক ক্রেতা বলেন, আমাদের রাজশাহী থেকে এখানে ইলিশের দাম বেশি। পদ্মা-মেঘনা থেকে জেলেরা ইলিশ ধরে সরাসরি এই ঘাটে নিয়ে আসে। এখানে বরফ ছাড়া তাজা ইলিশ পাওয়া যায়। যে কারণে এখানে আসি। তবে বাজেটের সঙ্গে মিল না হওয়ায় কেনা সম্ভব হয়নি।


চাঁদপুর মাছ ঘাটের ইলিশ বিক্রেতা নবীর হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার নিষেধাজ্ঞার আগের দিনে ইলিশ কম এসেছে। চাহিদা অনুযায়ী ক্রেতা বেশি তাই দামও বেশি।

মেসার্স আলম এন্টারপ্রাইজের মালিক নূরে আলম বলেন, আজকে শেষ দিন। আমরা মনে করেছিলাম আজ প্রচুর ইলিশ আসবে। কিন্তু সেই পরিমাণ ইলিশ আসে নাই। চাহিদা অনুযায়ী ক্রেতা বেশি তাই দামও বেশি।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, গত বছরের তুলনায় এবার ইলিশ একেবারেই কম, তাই দাম বেশি। এ ছাড়া, গত দুই দিনের তুলানায় আজকে মাছ অনেক কম এসেছে। আমরা আশা করেছিলাম। আজ অনেক মাছ আসবে। কিন্তু চাহিদা অনুযায়ী মাছ কম এসেছে। আজকে মাত্র ১০০ মণ মাছ সরবরাহ হয়েছে এই ঘাটে।


সম্পর্কিত খবর